নেশার বিষ

গার্গী ভট্টাচার্য্য

ধূসর সমাজ,ধূসর স্বরাজ,
ধূসর হৃদয়ে মিশে,
গিলছে মনন,গিলছে চেতন,
নেশার তীব্র বিষে।
জ্বলছে কিশোর,জ্বলছে যুবক,
জ্বলছে জাতির শিরা,
প্রত্যেক কোষে তীব্র দহন,
অসহ্য এক পীড়া।
বিড়ির ধোঁয়ায়,মদের মায়ায়,
ড্রাগের আকর্ষনে,
পতঙ্গ সম পুড়ছে জীবন
নেশার অগ্নিবাণে।
সিদ্ধি অথবা চরস গাঁজাতে
সুখ পাখীটার খোঁজে,
প্রাণ চলে যায়,শক্তি হারায়,
গরলের মহাভোজে।
জর্দা,গুটখা,তামাক কিংবা,
পানমশলার টানে,
ভসে যায় কোন অন্তিমক্ষণে,
নেশার আকর্ষনে।
সকলেই জানে নেশার কারণে
জীবন যেতেই পারে,
তবুও বিষের অমোঘ দহনে
জ্বলে পুড়ে তারা মরে।
ছটফট করে জাতির আত্মা
নেশার করাল গ্রাসে,
ধ্বংসের পথে কৈশোর কাল
নিয়তির পরিহাসে।
কোন মহাপ্রাণ,করবেন ত্রান
এই নীল পরিবেশে?
শংকর সম হলাহল খেয়ে
বাঁচাবেন দেশ এসে?