কিছু মানুষ এর কথা

পরিমল হাঁসদা

কিছু মানুষের খাওয়া দেখলে মনে হয়
ওরা যেন পৃথিবী টাকেই আস্ত গিলে খেতে চাই
কিছু নেতা নেত্রীদের বক্তৃতা শুনে মনে হয়
ওরা যেন দুনিয়া টাকেই হাতের মুঠোয় কব্জা করে নিতে চাই
কিছু অভিনেত্রীর মায়া কান্না তেই
প্রযোজক দের ব্যবসা ফুলে ফেঁপে ওঠে
তবু হৃদয় বিদারক কান্নাকাটি তেও
দুর্ভাগ্য ভিখারী কে অন্ন জোগায় না ___

কিছু মানুষের ঘুম দেখলে মনে হয়
এরা যেন রামায়ণ বর্ণিত কুম্ভকর্ণ কেও হার মানায়
কিছু বাবাজী মাতাজীদের ভেলকিবাজি দেখলে মনে হয়
এরা যেন স্বর্গবাসী দেব দেবীর স্বয়ং মর্ত্য অবতার
কিছু মানুষ মঙ্গল গ্রহে বসবাসের জন্য জমি কেনে
তবু পথেরধারে ঝুপড়িবাসী অসহায় পরিবারটির
এক কাঠা জমি কেনার জন্য টাকা কুলায় না ।