ধর্মদার

জিৎ কুমার দেব

ধর্মের বিষে ক্ষত-বিক্ষত
অধার্মিকের মন।
ধর্মের থেকে মুক্তি দেবেরে
কোথা সে আপনজন!


বিষ বাষ্পতে ভরেছে আকাশ
মরে গেছে সব ভালো।
নীলকণ্ঠ কি পারবে জ্বালাতে
হৃদয়ে প্রেমের আলো?


অমৃতে আজ মিশেছে গরল
ধর্মের ষাঁড় সেজে।
ধর্মের বুলি আউড়িয়ে তারা
মানুষ মারছে যেচে।


ধর্মের নামে রক্তের হোলি
চলবেনা বেশি দিন,
গরলের সব নাগপাশ ছিঁড়ে
ধর্ম হবে স্বাধীন।