অধরা স্বপ্ন

তপন দাস

নয়নে আমার স্বপ্ন প্রভু
আলপনা আকাঁ,
তৃষ্ণাভরা অক্ষি যুগোল
পাকস্থালী ফাকাঁ।

গগন মাঝে মেঘপুঞ্জ
খেলিয়া বেড়ায়,
স্বপ্ন গুলো পেঁজা তুলো
উড়িয়া হারায়।

যখন দেখি পাহাড় সাজে
রামধনু রং দিয়ে
ক্ষুধাবোধ জ্বালিয়ে মারে
দস্যিপনা নিয়ে।

ত্রিভুবন সাজিয়ে আলো
স্বপ্ন ভরো তুমি,
চা বাগিচা সবুজ করো
গালিচার ঐ জমি।

চায়ের গন্ধে মেতে ওঠে
সারা বিশ্ববাসী
ফুলের মধু আহরণে
ভ্রমর রাশি রাশি।

স্বপ্ন আমার দেয়না ধরা
হৃদয় শুধু কাঁদে,
টালমাটাল মনন নিয়ে
পিছলে পড়ি খাদে।


এবার প্রভু মারো আমায়
চায়না তব আলো,
আবার যদি দাও ফিরায়ে
স্বপ্ন দিয়ো ভালো।

বিহঙ্গের ঐ ডানা দিয়ো
উড়তে পড়ি যেন,
গাছের ফল ছিঁড়ে খাবো
ক্ষুধা থাকবে কেন?

প্রজাপতির রং মেশাবো
নতুন রঙীন আলো
রাংতা দিয়ে মুড়িয়ে নেব
আমার স্বপ্নগুলো।

ধরণীতলে অনেক হলো
বিষবাষ্পে ভরা,
মেঘের সাথে স্বপ্ন ধরে
হব পাগোলপ।
---------------