বিষ ঢেলে

ওমর আল-ফারুক

চোখের কোনে সৃতি শুকিয়ে নোনাতে কামড়ে ধরে চোখ।
হৃদ মাঝে হু-হু করে
কেঁদে কে আকড়ে রাখে শোক ।
হৃদ গালে তোর আঙুলের লাল ছাপ তীব্র তাপে।
তোর নখের আঁচড় বুকে জ্বালা করছে ভীষন পাপে।
দুশ্চিন্তা আঁকে বিচিত্র ভাঁজ ভ্রুকুঞ্চন এ কপালে ।
হতাশায় নির্বুদ্ধি তে'মাথা রোদ জ্বেলেছে সকালে ।
কল্পিত ঐ শরীরি এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে ভেতরে,
বুদ্ধিজীবীর হুমকি বিষ ঢেলে হত্যার ফন্দি চিরতরে।