যদি শুদ্ধ হতে চাও

কৌশিক গাঙ্গুলি।

ঝট করে বলে ফেলো আগুন তারপর মেখে নিও বারুদ।
তিনবার মনে করো ধ্বংস তারপর নাচো নটরাজ নৃত্য ।
দেখবে পুড়ছে তোমার প্রতিচ্ছবি।
দেখো হাসছে অতীতের সব পাপ ।
দেখো ভন্ডামো বাড়ছে , ব্যাঙ্গ করে হচ্ছে মচ্ছব ।
শুধুই মিথ্যার সঙ্গে লড়াই পরপর ,
তার চেয়ে বলে ফেলো সত্য।
তারপর সাতবার মনে করো স্বর্গ ,
এবার জেনো তুমি ধর্ম । 
হাসো , কাঁদো , নাচো ,গাও জাত বর্ণ আর ধর্মের নাম নাও ।
আসল মানুষ খোঁজো এরই মাঝে।
মুখোশ ,ধান্দা পুড়িয়ে দাও সততার কাজে ।
দেখবে পুড়ছে সব অতীতের পাপ।
দেখবে হাসছে তোমার প্রতিচ্ছবি।
একবার চেচিয়ে বলো জীবন ,
দেখবে খুশী হাসছে তোমার মন আর হৃদয় ।
-----------------