কালবৈশাখী

কৌশিক গাঙ্গুলি

সারা দুনিয়া জুড়ে বাড়ে দুর্নীতি আর সন্ত্রাস ,
বিষন্ন ও নিরন্ন মানুষের বুকে নিষ্ঠুর পরিহাস
বয়স মানেনা ধর্ষকদের ইতিহাস বিকৃতির সঙ্গে নেশার সহবাস ।
শিল্পায়নে বন্ধ হয় চাষাবাদ ধর্মের নামে বাড়ে মৌলবাদ ।
হিংস্রতার আগুনে পোড়ে বাড়ি অভাবেতে ফাঁকা ভাতের হাড়ি ।
অহংকার আর ক্ষমতার আস্ফালন দেখা যায়।
যে বসে সিংহাসনে সেই রাবণ হয়।
হুজুগের ফুর্তিতে মাতে জনগণ ,
নোংরা রাজনীতিতে বেপরোয়া দুঃশাসন ,
প্রতিবাদ মানে তো লাশ হতে চাওয়া।
এইভাবেই বসবাস আসুক গরম হাওয়া ।
যদি হয় কেউ দুখীহোক তবু আসুক কালবৈশাখী ।
---------------